বাংলা থেকে পদ্ম সম্মান পেলেন ৭ জন
সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ঘোষণা হয় পদ্ম সম্মান। এবছর পদ্ম সম্মানে ভূষিত করা হল দেশ ও বিদেশের ১১৯ বিশিষ্টজনকে। বাংলা থেকে পদ্ম সম্মান পেলেন মোট ৭ জন।
বাংলা থেকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হল গুরুমা কামালি সোরেন(সমাজসেবা), জগদীশ চন্দ্র হালদার(শিক্ষা), নারায়ণ দেবনাথ(কলা), মৌমা দাস(খেলা), সুজিত চট্টোপাধ্যায়(শিক্ষা), বীরেন কুমার বসাক(কলা), ধর্ম নারায়ণ বর্মা(শিক্ষা)-কে।
Awarded Padma Shri in West Bengal
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 25, 2021
CONGRATULATIONS
•Shri Sujit Chattopadhyay
Lit & Ed
•Ms. Mouma Das
Sports
•Narayan Deb Nath
Art
•Dharma Narayan Barma
Lit & Ed
•Biren Kumar Basak
Art
•Shri Jagdish Chandra Halder
Lit & Ed
•Guru Maa Kamali Soren
Social Work
সামাজিক কাজে নিজের ছাপ ফেলে ‘পদ্মশ্রী’ পাচ্ছেন সাঁওতাল সমাজের গুরুমা কমলি সোরেন। সাহিত্য ও শিক্ষায় ‘পদ্মশ্রী’ পাচ্ছেন ধর্মনারায়ণ বর্মা, সুজিত চট্টোপাধ্যায় ও জগদীশচন্দ্র হালদার। কামতাপুরী ভাষার প্রসারে বিশেষ অবদান রেখে কামতারত্ন হিসেবে পরিচিত হয়েছেন ধর্মনারায়ণ বর্মা। পূর্ব বর্ধমানের আউশগ্রামের অশীতিপর শিক্ষক সুজিত চট্টোপাধ্যায় তাঁর ‘সদাই ফকিরের পাঠাশালা’র জন্য পরিচিত। বাঙালিদের শৈশব-কৈশোরে থাকা হাঁদা-ভোঁদা, নন্টে-ফন্টে কিংবা বাঁটুল দ্য গ্রেট, কেল্টুদার খুনসুটি, সুপারিন্টেন্ডেন্ট হাতিরাম পাতি বা ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু, বাহাদুর বেড়াল একের পর এক অমর সৃষ্টির সৃষ্টিকর্তা নারায়ণ দেবনাথ৷ ‘পদ্মশ্রী’ পাচ্ছেন তিনিও।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊