আজ দেশজুড়ে উদযাপিত হবে ৭২ তম সাধারণতন্ত্র দিবস (72nd Republic Day)। আর সাধারণতন্ত্র দিবস মানেই টিভির পর্দায় চোখ রাখা, প্রধানমন্ত্রীর ভাষণ, রোড শো, কুচকাওয়াজ সহ কত কি। ছোট থেকে বড়-এই দিন সবার চোখ থাকে টেলিভিশনের পর্দায়।
কিন্তু সময় পাল্টেছে- তবে রুচি পাল্টায়নি। তাই এবছর প্রতিরক্ষা মন্ত্রক একটি mobile app লঞ্চ করেছে। এই অ্যাপটি ইন্সটল করে Parade, performances, parking, routes, Live Telecast প্রভৃতি সংক্রান্ত সমস্ত তথ্য সহজেই পাওয়া যাবে।
Mobile App-টি ইন্সটল করতে নীচের যে কোন লিঙ্কে ক্লিক করুন-
Android - play.google.com/store/apps/det
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊