বেসুরো তৃণমূল সাংসদ শতাব্দী রায়! জল্পনা বাড়াল শতাব্দী ফ্যান ক্লাবের একটি ফেসবুক পোস্ট ঘিরে। অভিনয় ছেড়ে পুরোপুরি রাজনীতির ময়দানে নেমেছেন। তিনবার বীরভূমের সাংসদ হয়েছেন। শতাব্দী ফ্যান ক্লাবের ফেসবুকে তাঁর একটা পোস্ট ঘিরে তৈরি হয়েছে জল্পনা। তবে কি শুভেন্দুর মতো করেই তৃণমূলে ভাঙন ধরাবেন। তবে কি সিদ্ধান্ত নেবেন তা শনিবার জানাবেন বলেও ঔই ফেসবুক পোস্টে জানানো হয়েছে।
ওই ফেসবুকে পোস্টে জানানো হয়েছে, "বীরভূমে আমার নির্বাচন কেন্দ্রের মানুষের প্রতি-
2021 খুব ভালো কাটুক। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।এলাকার সঙ্গে আমার নিয়মিত নিবিড় যোগাযোগ। কিন্তু ইদানিং অনেকে আমাকে প্রশ্ন করছেন কেন আমাকে বহু কর্মসূচিতে দেখা যাচ্ছে না। আমি তাঁদের বলছি যে আমি সর্বত্র যেতে চাই। আপনাদের সঙ্গে থাকতে আমার ভালো লাগে। কিন্তু মনে হয় কেউ কেউ চায় না আমি আপনাদের কাছে যাই। বহু কর্মসূচির খবর আমাকে দেওয়া হয় না। না জানলে আমি যাব কী করে? এ নিয়ে আমারও মানসিক কষ্ট হয়। গত দশ বছরে আমি আমার বাড়ির থেকে বেশি সময় আপনাদের কাছে বা আপনাদের প্রতিনিধিত্ব করতে কাটিয়েছি, আপ্রাণ চেষ্টা করেছি কাজ করার, এটা শত্রুরাও স্বীকার করে। তাই এই নতুন বছরে এমন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের সঙ্গে পুরোপুরি থাকতে পারি। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। 2009 সাল থেকে আপনারা আমাকে সমর্থন করে লোকসভায় পাঠিয়েছেন। আশা করি ভবিষ্যতেও আপনাদের ভালোবাসা পাব। সাংসদ অনেক পরে, তার অনেক আগে থেকেই শুধু শতাব্দী রায় হিসেবেই বাংলার মানুষ আমাকে ভালোবেসে এসেছেন। আমিও আমার কর্তব্য পালনের চেষ্টা করে যাব।
যদি কোনো সিদ্ধান্ত নিই আগামী 16 জানুয়ারি 2021 শনিবার দুপুর দুটোয় জানাব।
© শতাব্দী রায়"
শতাব্দী রায়ের ফ্যান ক্লাবে এরুপ পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা। সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগে তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী দলত্যাগ আগামী বিধানসভায় প্রভাব ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊