অবশেষে চিনের উহানে পৌঁঁছে গেল WHO -র প্রতিনিধি দল
করোনার কড়াল গ্রাস সারা বিশ্বজুড়ে। আর এই করোনার থাবা প্রথম ধরা পড়ে চিনের উহানে। করোনায় কোনো ব্যক্তির মৃত্যুর তথ্য প্রথম পাওয়া গিয়েছিল চিনের উহানে। একাধিকবার উহানে গিয়ে সবটা খতিয়ে ওঠার দাবি উঠতে থাকে। অবশেষে সেই দাবি পূরণ হল! উহানে গেল হু-এর প্রতিনিধি দল।
তবে বারেবারে এই দাবিকে অস্বীকার করেছিল চিন। কিন্তু অবশেষে বিশ্বের চাপে নত হয়ে সায় দেয় চিন। করোনার উৎস তল্লাসিতে হু-এর প্রতিনিধি দলকে চিনে যেতে দিতে বাধ্য হয় তাঁরা। বৃহস্পতিবার হু-এর দশ সদস্যের দল উহানে পৌঁছায় বলেই জানা গেছে।
অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকা, জার্মানি ইত্য়াদি দেশের প্রতিনিধি মিলিয়ে তৈরি হয়েছে দলটি। করোনার উৎস অনুসন্ধানে এই আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলকে উহানে পাঠাতে বেশ কয়েক মাস ধরেই চেষ্টা চালিয়ে আসছিল হু। এখন দেখার হু-এর প্রতিনিধি দল কি রিপোর্ট পেশ করে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊