এবার বিধায়ক পদ থেকেও ইস্তফা দিলেন রাজীব বন্দোপাধ‍্যায় 



সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগে দল ভাঙন অব‍্যাহত তৃণমূলে। একে একে একাধিক নেতা মন্ত্রী দলত‍্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন। এর মাঝেই বিধায়ক পদ ত‍্যাগ করলেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দোপাধ‍্যায়। আগেই মন্ত্রীত্ব ছেড়েছিলেন। আজ বিধায়ক পদ থেকেও ইস্তফা দিলেন তিনি। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায়ের কাছে গিয়ে ইস্তফাপত্র দেন তিনি।


এদিন ইস্তফাপত্র জমা দিয়ে রাজীব বলেন, ইস্তফাপত্র জমা দিয়েছি। কিছু প্রশ্ন করেছেন স্পিকার, উত্তর দিয়েছি। আইন অনুযায়ী পরীক্ষা করে সিদ্ধান্ত জানাবেন। দীর্ঘ ১০ বছর ধরে সাহায্য করেছেন, কৃতজ্ঞতা জানিয়েছি। বিধানসভার সহকর্মীদের ধন্যবাদ জানিয়েছি। বাংলার মানুষের কাছে কৃতজ্ঞ। দলনেত্রীর কাছে চির ঋণী। যারা আমাকে বিধায়ক করেছেন সেই ডোমজুড়ের মানুষদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি তিনি আরো জানিয়েছেন যে মানুষের জন‍্য কাজ করতে হলে কোনো দলের ছত্রছায়ায় থাকতেই হবে। তাই পরবর্তী পদক্ষেপ কি নেবেন তা ফেসবুকেই জানাবেন বলে জানান তিনি। 



সূত্রের খবর, আগামীকালকেই তৃণমূল ছেড়ে দিতে পারেন তিনি। আর তারপরেই অমিত শাহের সভায় যোগ দিতে পারেন বিজেপিতে। রাজনৈতিক মহলেও চলছে আনাগোনা শীঘ্রই বিজেপিতে যোগ দিতে চলেছেন তিনি। এর আগের শুক্রবার মন্ত্রীত্ব থেকে ইস্তফা দেন তিনি। মুখ‍্যমন্ত্রী ও রাজ‍্যপালকে সেই ইস্তফা পত্র তুলে দিয়েছিলেন তিনি।