Latest News

6/recent/ticker-posts

Ad Code

রংপুর রোডে পথদুর্ঘটনায় গুরুতর জখম সাইকেল আরোহী




রংপুর রোডে পথদুর্ঘটনায় গুরুতর জখম সাইকেল আরোহী 


সংবাদ একলব‍্য: 

গতকাল বুধবার রাত ৯টা নাগাদ সীমান্তবর্তী মহকুমা দিনহাটার ওকড়াবাড়ী বাজার পেড়িয়ে রংপুর রোডেই বাইক ও সাইকেলের সংঘর্ষ। জানা যাচ্ছে, সাইকেল আরোহী একজন মহিলা। সাধারনত, তিনি ওকড়াবাড়ী মাছ বাজারে কাজ করে সংসার চালান। এদিন মাছ বাজারের বর্জ‍্য পদার্থ ফেলতেই ঐ এলাকায় যান মহিলা। বর্জ‍্য ফেলে ফেরার পথে গিতালদহ থেকে দ্রুত বেগে আসা একটি বাইক সাইকেল আরোহীর আঘাত করে। বাইকের ধাক্কায় গুরুতর জখম হন ওই মহিলা।

 




এই ঘটনার জেরে এলাকায় ব‍্যাপক চাঞ্চল‍্য ছড়ায়। বাইক আরোহীকে বাইক সহ আটক করেছে স্থানীয় লোকজন। দ্রুত বাড়তে থাকে ভিড়। তীব্র উত্তেজনার মধ‍্য দিয়ে অ্যাম্বুলেন্স না মেলায় অবশেষে টোটো করে দিনহাটায় পাঠানো হয় ওই মহিলাকে। শেষ পাওয়া খবর পর্যন্ত, ওই মহিলা গুরুতর জখম হয়েছে। হারিয়ে গিয়েছে তাঁর টাকা পয়সা ও মোবাইল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code