৮৭ বছরের ইতিহাসে প্রথমবার, হচ্ছে না রনজি ট্রফি 



৮৭ বছরের ইতিহাসে প্রথমবার দেশের সবথেকে বড়ো ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা রনজি ট্রফি স্থগিত করা হল। বিসিসিআই কর্তারা রনজি ট্রফি আয়োজনে প্রবলভাবে উদ্যোগী হলেও একাধিক রাজ্যের আপত্তিতে রনজি আয়োজনে। রনজি আয়োজনে ছেদ পড়লেও ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ ওডিআই টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি, অনূর্ধ্ব-১৯ ন্যাশনাল ওয়ান ডে প্রতিযোগিতা বিনু মাঁকড় ট্রফি, মহিলাদের ৫০ ওভারের প্রতিযোগিতা আয়োজিত হবে।




ভারতীয় ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ স্তরের এই প্রতিযোগিতা না হওয়ায় ক্রিকেটার ও ক্রিকেটের সঙ্গে জড়িত অনেক লোকের আর্থিক ক্ষতির মুখেও পড়ার আশঙ্কা। যদিও সেই বিষয়টি মাথায় রেখেই বোর্ড ক্রিকেটারদের আর্থিক ক্ষতি কীভাবে পুষিয়ে দেওয়া যেতে পারে, সেই বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে বলেই জানা যাচ্ছে।




সূত্রের খবর, রনজি ট্রফির শুরুর আগে ক্রিকেটারদের দুমাস দু ধাপে বায়ো বাবেলে রেখে ট্রফি আরম্ভ করা সম্ভব নয় বলেই জানিয়েছে বিভিন্ন রাজ‍্য সংস্থা গুলি। ফলে এবছর আর রনজি ট্রফি আয়োজন করা সম্ভব নয়। এদিকে, বিভিন্ন রাজ্য সংস্থাকে লেখা চিঠিতে বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছেন, ‘আনন্দের সঙ্গে জানাতে চাই বিজয় হাজারে ট্রফির সঙ্গে সিনিয়র উইমেন্স ওয়ান ডে টুর্নামেন্ট ও বিনু মাঁকড় অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতা আয়োজিত হবে ২০২০-২১ ঘরোয়া ক্রিকেটবর্ষে।’