ভোটের আগে আর বিজেপিতে যোগদান নয়, জানালো কৈলাস 



ভোটের আগে আর যোগদান নয় বিজেপিতে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে রাজীব বন্দোপাধ‍্যায়ের বিজেপিতে যোগদানের পর এমনিই জানান বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। রাজীবদের বিজেপিতে যোগদানের পর ভোটের আগে আরও রাজনৈতিক নেতাদের দলবদলের জল্পনা বাড়ছিল সেই জল্পনায় কার্যত জল ঢেলে দিল কৈলাস। কৈলাস দিল্লিতে বলেন, ‘নির্বাচনের আগে নতুন করে বিজেপিতে যোগদান আমরা বন্ধ রাখছি। আপাতত আর কাউকে যোগদান করানো হবে না’।



রাজনৈতিক মহল মনে করছে, যে নেতাদের বিজেপি যোগদান করানোর লক্ষ্য রেখেছিল সেই লক্ষ্য পূরণ হয়েছে, লাগাতার যোগদানে নিজেদের মধ‍্যেই বাড়ছে ক্ষোভ এবং শীঘ্রই বিধানসভা নির্বাচন ঘোষনা হতে চলেছে ফলে এই সিদ্ধান্তের পথে হেটেছে বিজেপি। 



শনিবার বিকেলে বিশেষ বিমানে দিল্লি উড়ে গিয়ে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তী, প্রবীর ঘোষাল ও পার্থসারথি চট্টোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষ।