চার দফা দাবি নিয়ে প্রকাশ‍্য সমাবেশ নস‍্যসেখ উন্নয়ন পরিষদের


চার দফা দাবি নিয়ে প্রকাশ‍্য সমাবেশ নস‍্যসেখ উন্নয়ন পরিষদের 



জলপাইগুড়ি জেলার পাহারপুর যুব সংঘের মাঠে প্রকাশ‍্যে জনসমাবেশ করলো নস‍্যসেখ উন্নয়ন পরিষদ। উত্তরবঙ্গের নস‍্যসেখ জনজাতির স্বার্থে লড়াই করে আসছে নস‍্যসেখ উন্নয়ন পরিষদ। এবার, প্রকাশ‍্যে সমাবেশ করে কয়েকদফা দাবির উত্থাপন করলো তাঁরা। এর আগে একাধিকবার তাঁদের জমায়েত, আন্দোলন দেখা গিয়েছে। সম্প্রতি, উত্তরবঙ্গের মুসলিম মানুষ উত্তরবঙ্গের ভূমিপুত্র দাবি করে পৃথক উন্নয়ন বোর্ড গঠনের দাবি জানিয়ে একটি দাবিপত্র মুখ‍্যমন্ত্রীকে দিয়েছেন তাঁরা। মুখ‍্যমন্ত্রী ভেবে দেখার আশ্বাস দিয়েছেন। 

এদিনের প্রকাশ‍্য সমাবেশে তাঁদের দাবি সমুহ: 




১.ভূমিপুত্র নস্যসেখ মুসলিম সম্প্রদায়কে সরকারী ভাবে O.I.(Original Inhabitant) তথা ভূমিপুত্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।


২. উত্তরবঙ্গে বসবাসকারী ভূমিপুত্র নস্যসেখ মুসলিম জনগোষ্ঠীর জন্য একটি পৃথক উন্নয়ন পর্ষদ গঠন করতে হবে।

৩.কামতাপুরী ভাষায় প্রাথমিক স্তরে পঠন পাঠন চালু করতে হবে। 

৪. নারায়ণী রেজিমেন্টে জনসংখ্যার নিরিখে নস্যসেখ মুসলিমদের জন্য সংরক্ষণ দিতে হবে। 




এদিনের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বজলে রহমান, কেন্দ্রীয় সভাপতি-নস‍্যসেখ উন্নয়ন পরিষদ। প্রধান বক্তা ছিলেন আমিনাল হক, কেন্দ্রীয় সম্পাদক-নস‍্যসেখ উন্নয়ন পরিষদ। এছাড়াও, উপস্থিত ছিলেন নস‍্যসেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ সামিম আখতার। উপস্থিত ছিলেন-জলপাইগুড়ি জেলা সভাপতি বাচ্চু প্রধান, জেলা সম্পাদক-ফরিদ আক্তার গাজি সহ আরো অনেকে। 




এদিনের এই সমাবেশে প্রচুর মানুষের সমাগম ঘটে। নস‍্যসেখ উন্নয়ন পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন যা বহুদিন যাবত নস‍্যসেখ জনজাতির স্বার্থে লড়াই করে চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ