প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা বিবাদী সংঘের 



প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করল পূর্ব বারোঘড়িয়া বিবাদী সংঘ । জানা যায়, ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ২ নং অঞ্চলের পূর্ব বারোঘড়িয়ার বিবাদী সংঘের এবছর ২৩ তম ম্যারাথন দৌড় প্রতিযোগিতা । এদিন সকাল আটটা নাগাদ উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শৈবতীর্থ ধাম জল্পেশ মন্দিরের সামনে থেকে এই ম্যারাথন দৌড় শুরু করা হয় এবং দশ কিলোমিটার অতিক্রম করে পূর্ব বারোঘড়িয়ায় শেষ হয় ।



এদিন ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় ছেলেদের মধ্যে প্রথম হয়েছেন সাধন রায় বাড়ি বড়ো দোমহনি , দ্বিতীয় সিদ্দিক আলম বাড়ি ধূপগুড়ি , তৃতীয় কার্তিক রায় বাড়ি বড়ো দোমহনি । এবং অপরদিকে মেয়েদের মধ্যে প্রথম হয়েছে বর্ণালী রায় বাড়ি বাসিলার ডাঙ্গা টেকাটুলি , দ্বিতীয় লাবনী রায় বাড়ি বাসিলার ডাঙ্গা টেকাটুলি , তৃতীয় দীপা রায় বাড়ি বাসিলার ডাঙ্গা টেকাটুলি ।



বিবাদী সংঘের সম্পাদক সুভাষ রায় জানান জল্পেশ মন্দিরের সামনে ফিতা কেটে এদিন অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে ম্যারাথন দৌড় টি পূর্ব বারোঘড়িয়া এলাকায় পৌঁছে গেলে সেখানে পতাকা উত্তোলন করা হয়। এবং সারাদিনব্যাপী চলবে বিভিন্ন প্রতিযোগিতা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ।



পাশাপাশি তিনি জানান ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম ব্যক্তিকে তিন হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এবং দ্বিতীয় ব্যক্তি কে দুই হাজার এবং তৃতীয় ব্যক্তিকে দেড় হাজার টাকা দেওয়া হবে।