নতুন বছরে রান্নার গ্যাসের দাম জেনে নিন
গত মাসে টানা দু'বার দাম বৃদ্ধির পর নতুন বছরে অপরিবর্তিত থাকল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। গত ডিসেম্বরের শুরুতেই একধাক্কায় ভর্তুকিহীন ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল ৫০ টাকা এরপর, ১৫ ডিসেম্বর আবারও ৫০ টাকা দাম বেড়েছিল। নতুন বছরের পয়লা তারিখে রান্নার গ্যাসের দামের অপরিবর্তিত রয়েছে।
ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে, জানুয়ারিতে কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি সিলিন্ডারের দাম পড়ছে ৭২০.৫০ টাকা। রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকলেও বাণিজ্যিক গ্যাসের বেড়েছে। ১৯ কেজি ভর্তুকিহীন সিলিন্ডারের দাম কলকাতায় ২২.৫ টাকা বৃদ্ধি পেয়েছে।
ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুযায়ী, কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম ১,৪১০ টাকা পড়ছে। দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ে ভর্তুকিহীন ১৯ কেজি সিলিন্ডারের দাম পড়ছে যথাক্রমে ১,৩৪৯ টাকা, ১,২৯৭ টাকা এবং ১,৪৬৩ টাকা।
1 মন্তব্যসমূহ
chatra gas ⛽ 752 taka
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊