সাহেব গঞ্জ থানার টেপরাইয়ে উদ্বোধন হল জগবন্ধু হাট


আজ সাহেব গঞ্জ থানার অন্তর্গত টেপরাইয়ে উদ্বোধন হল জগবন্ধু হাট। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌধুরী হাট রামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী সিদ্ধানন্দ মহারাজজি,সাহেব গঞ্জ থানার এস আই আবেদ আলী মিঞা ,এ এস আই প্রনবেন্দু চক্রবর্তী , ভূমি দাতা মাধাই লাল পাল, সেই সঙ্গে এলাকার নাগরিক বৃন্দ। 


আজ এই হাট উদ্বোধনকে কেন্দ্র করে এলাকার মানুষ জনের মধ্যে লক্ষ্য করা যায় উচ্ছ্বাসের ঢেউ। এলাকাবাসীরা জানান তাদের বাজার করতে গিলে অনেকটা দূরে যেতে হয় এখন আর সেই দুর্ভোগ থাকবে না। সেই সাথে এই বাজারে অনেকের ব্যবসার সুযোগ মিলবে। সাহেব গঞ্জ থানার এস আই আবেদ আলী মিঞা আইন শৃঙ্খলা বজায় রাখে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন।