আপাতত স্থগিত তিনদিনের বাস ধর্মঘট 



জ্বালানির মূল‍্য দিন দিন বাড়ছে। রেকর্ড বৃদ্ধি হয়েছে ডিজেলেরও। তার প্রতিবাদে ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি বাস ধর্মঘটে নামার সিদ্ধান্ত নিয়েছিল পাঁচ বাস মালিক সংগঠন। পরিবহণ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি দিয়ে সেকথা জানান মালিক সংগঠন। চিঠিতে সংগঠনের তরফে তেলের দাম কমানোর আর্জি জানানো হয়েছে। সেইসঙ্গে জিএসটি চালু করারও দাবি জানানো হয়েছে কেন্দ্রের কাছে। কিন্তু অবশেষে সেই ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সড়ে দাড়ালো তাঁরা। 


জানা যাচ্ছে, সরকার সহযোগিতা করছে বলে সরকারকে সময় দিতে চাইছেন তারা।বুধবার বেঠকে এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিক সংগঠন। মুখ্যসচিব তাঁদের আশ্বাস দিয়েছেন আর তাই অপেক্ষা করতে চান বলেই জানিয়েছেন তাঁরা।যদিও আগমী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মালিক সংগঠন। এই সময়ের মধ‍্যে দাবি না মনলে ফের ধর্মঘটে নামবেন বলে জানান। 


বাসমালিক সংগঠনগুলির তরফে জানানো হয়েছে, GST-র কারণে ডিজেলের দাম অত্য়াধিক বেড়ে গিয়েছে। তাই ন্যূনতম ৭ টাকা ভাড়ায় বাস চালালে মুনাফা বলেই কিছু থাকছে না। এর আগে মুখ্যসচিবের সঙ্গে আলোচনাতে বসেন। জ্বালানি তেলের ওপর জিএসটি চালু সহ একাধিক দাবিতে তোলেন বাসমালিক সংগঠনগুলি।