২০২১-এর প্রথম দিনেই শিশু জন্মে বিশ্ব রেকর্ড গড়েছে ভারত


২০২১-এর প্রথম দিনেই শিশু জন্মে বিশ্ব রেকর্ড গড়েছে ভারত 



অভিশপ্ত ২০২০ কাঁটিয়ে যখন সবাই ব্যস্ত নতুন ২০২১-কে স্বাগত জানাতে তখন সেই দিনেই বিশ্ব রেকর্ড গড়ল ভারত। নতুন বছরের প্রথম দিনেই ৩,৭১,৫০০ শিশুর জন্ম হয়েছে সারা বিশ্বে। যার মধ্যে ৬০০০০ শিশু জন্ম হয়েছে ভারতেই। UNICEF-এর দেওয়া তথ্য অনুসারে, ২০২১-এর শুরুতে সবার প্রথমে শিশুর জন্ম হয় ফিজিতে। আর ৩,৭১,৫০০ নম্বর শিশুটির জন্ম হয়েছিল আমেরিকাতে। 


ভারত ৫৯৯৯৫, চিন ৯৫৬১৫, নাইজেরিয়া ২১৪৩৯, পাকিস্তান ১৪১১৬, ইন্দোনেশিয়া ১২৩৩৬, ইথিওপিয়া ১২০০৬, আমেরিকা ১০৩১২, মিশর ৯৪৫৫, বাংলাদেশ ৯২৩৬ ও কঙ্গো ৮৬৪০ শিশুর জন্ম হয়েছে। পাশাপাশি, রাষ্ট্রসংঘের আন্দাজ এবছর ১.৪০ কোটি শিশুর জন্ম হবে। 


UNICEF-এর প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্ণ উপলক্ষ্যে UNICEF ও তাদের সহযোগী সংস্থাগুলি বিভিন্ন দেশে যুদ্ধপীড়িত ও অসুখে আক্রান্ত মানুষদের রক্ষায় তাদের লড়াই এবং মানবাধিকার রক্ষায় একাধিক উদ্যোগের উদযাপন করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ