প্রাথমিক TET নিয়ে আর রইল না কোনও বাঁধা! নয়া নির্দেশ হাইকোর্টের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো ১৬৫০০ শূন্যপদে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি ডিসেম্বরেই জারি করে বোর্ড। ডিসেম্বর মাসে বিজ্ঞপ্তি জারির পর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। সেই মামলার পরিপ্রেক্ষিতে, আগামী ৮ই জানুয়ারী পর্যন্ত নথি যাচাই করার সুযোগ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
মামলাকারীদের বক্তব্য ছিল, ২০১৪ সালের উত্তীর্ণ টেট (TET) পরীক্ষার্থীদের মোট ৬টি প্রশ্ন ভুল হলেও অনেকেই সেই নম্বর পাননি। ফলে অনেকে পাস করতে পারেননি। এখন সেই সংক্রান্ত একটি মামলা চলছে। সেটা সংশোধন না করে কীভাবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল?
কলকাতা হাইকোর্ট জানিয়েছে, ২০১৪ প্রাথমিক TET-এ প্রশ্নপত্রে ভুলের জেরে পাশ করতে না পেরে আদালতের দ্বারস্থ হয়ে পরে পাশ করেছে সেই সকল চাকরিপ্রার্থীদের প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত নথি যাচাইয়ের জন্য আগামী ৮ তারিখ পর্যন্ত সুযোগ দিতে হবে। যদি অনলাইনে অসুবিধা হয়, সেক্ষেত্রে ওই মামলাকারী চাকরিপ্রার্থীরা সরাসরি নথি জমা করতে পারবেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊