ফের মানবিক ভূমিকায় ভাতার থানার পুলিশ
সঞ্জিত কুড়ি,পূর্ব বর্ধমান
পূর্ব বর্ধমানের ভাতারের ওড়গ্রাম ফরেস্ট পিকনিক স্পট নামে পরিচিত । নতুন বছরের প্রথম দিকে দূরদূরান্ত থেকে মানুষজন এই জায়গায় পিকনিকের উদ্দেশ্যে জড়ো হয়।
এরই মাঝে এলাকার স্থানীয় অসহায় শিশুরা এক মুঠো অন্নের জন্য এ প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়ায়। পিকনিকের উদ্দেশ্যে দুর দূরান্ত থেকে আসা মানুষজন আনন্দে মাতোয়ারা হলেও এই সমস্ত অসহায় শিশুরা আনন্দ করার ইচ্ছা থাকলেও দারিদ্রতায় পিছুটানে । এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে ঘুরে কিছু খাবার জোগাড় করে তারা নিজেদের বাড়িতে গিয়ে সপরিবারে খায়। অনেকেই অপমান বঞ্চনারও শিকার হয়।
আজ পূর্ব বর্ধমানের ভাতার থানার ভারপ্রাপ্ত ওসি প্রণব কুমার ব্যানার্জি উদ্যোগে ভাতার থানার পুলিশ সেই সমস্ত অসহায় শিশুদের একত্রিত করে রান্না করা খাবার তাদের মুখে তুলে দেয় । ভক্তির সঙ্গে মাংস ভাত পেট পুরে খেয়ে খুশি অসহায় শিশুরা। ভাতার থানার পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারন মানুষ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊