করোনার টিকা নিয়ে বড় ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর




করোনার টিকা নিয়ে বড় ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর



করোনা টিকা নিয়ে বড় ঘোষণা দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। যখন দেশ জুড়ে দ্বিতীয় পর্যায়ের ড্রাই রান চলছিল শনিবার তখন দিল্লীর এক হাসপাতালে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানান, শুধু দিল্লী নয় সারা দেশেই বিনা মূল্যে দেওয়া হবে করোনা টিকা। 


টিকাসংক্রান্ত সমস্ত তথ্যই বিস্তারিত ভাবে খুঁটিয়ে দেখা হয়েছে বলেও জানান তিনি। দেশবাসীকে সতর্কও করেন স্বাস্থ্যমন্ত্রী। গুজবে কান না দেওয়ার কথা জানান তিনি। 


প্রথম পর্বে ১ কোটি স্বাস্থ্যকর্মী ও ২ কোটি করোনাযোদ্ধাদের আগে টিকা দেওয়া হবে। আগামী জুলাইয়ের মধ্যে কী ভাবে বাকি ২৭ কোটি উপভোক্তাদের এই টিকা দেওয়া হবে, তা নিয়ে পরিকল্পনা করা হবে। টুইট করে এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ