Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাস্তা মেরামতের দাবি তুলে প্রধানকে গণ স্মারকলিপি স্থানীয় বাসিন্দাদের

 


রাস্তা মেরামতের দাবি তুলে প্রধানকে গণ স্মারকলিপি স্থানীয় বাসিন্দাদের

অভীক মিত্র , বীরভূম ‌:


বীরভূম জেলার চিনপাই গ্রামপঞ্চায়েতের সদাইপুর থেকে দোস্তাবাদ পর্যন্ত ছয় কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করার দাবিতে সোমবার দুপুর বারোটা নাগাদ চিনপাই গ্রামপঞ্চায়েত প্রধানকে গণস্মারকলিপি দিলো তিলেডাঙাল, মাদারহাটি, মুথাবেড়িয়া, সদাইপুর, দোস্তাবাদ, লক্ষণডিহি সহ একাধিক গ্রামের বাসিন্দারা।


এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে রয়েছে এই রাস্তা । স্কুল, কলেজ ও হাসপাতালে যেতে খুবই অসুবিধা হয় বলে জানান স্থানীয়রা । বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জানানোর আশ্বাস দিয়েছেন প্রধান বিপদতাড়ান ডোম ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code