স্বর্গীয় ড:সমীর চক্রবর্তীর ১৩ তম প্রয়াণ দিবসে বিশিষ্ট গুণীজনদের সংবর্ধনা প্রদান
স্বর্গীয় ড:সমীর চক্রবর্তীর ১৩ তম প্রয়াণ দিবসে সমীর চক্রবর্তী স্যোশাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় এবং বিধায়ক ডঃ সৌরভ চক্রবর্তীর উদ্যোগে শুক্রবার বিশিষ্টজনদের সম্বর্ধিত করা হল।
এদিন আলিপুরদুয়ার রবীন্দ্রভবনে স্বর্গীয় ডক্টর সমীর প্রসাদ চক্রবর্তীর প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জহর মজুমদার,বঙ্গরত্ন পরিমল দে,মৃদুল গোস্বামী ডক্টর মোহিত সাঁতরা,নিখিল রায়,ধনঞ্জয় সরকার ডক্টর স্বপন পাল,প্রমথ নাথ,উমেশ ঘোষ,ভগিরথ অধিকারী,দীপ্ত চট্টোপাধ্যায় সহ অলিপুরদুয়ারের বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
গুণীজনদের হাতে স্মারক সন্মান তুলে দেন বিশিষ্টজনেরা।এছাড়াও এদিন ড:সমীর চক্রবর্তীর স্মৃতির উদ্যেশ্যে বক্তব্য রাখেন বিধায়ক ডঃ সৌরভ চক্রবর্তী,মৃদুল গোস্বামী সহ বিগদ্ধজনেরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊