Latest News

6/recent/ticker-posts

Ad Code

মালদ্বীপ থেকে উষ্ণ অবতারে নববর্ষের শুভেচ্ছা দিশার



মালদ্বীপ থেকে উষ্ণ অবতারে নববর্ষের শুভেচ্ছা দিশার 



অভিশপ্ত ২০২০ বিদায় নিয়ে নতুন স্বপ্ন নতুন আশা নিয়ে পথচলা শুরু করল ২০২১। আর ২০২১-এ নতুন বর্ষে ভক্তদের উষ্ণ অবতারে শুভেচ্ছা জানালেন বলিউডের হট গার্ল দিশা পাটানি। 


দিশা পাটানি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে ছবি পোস্ট করেছেন তাতে একটি সাদা বিকিনিতে তাঁকে দৃষ্টিনন্দন দেখাচ্ছে। তিনি চুল খোলা রেখে ন্যূনতম মেক আপ করেছেন, সবুজের পটভূমিতে ক্যামেরার সামনে মৃদু হাসিতে নজর কেড়েছেন তিনি। 


দিশা তার পোস্টে ক্যাপশন দিয়েছিল, "শুভ নববর্ষ সকলের ঈশ্বর সবার মঙ্গল করুক।"


প্রসঙ্গত, দিশা পাটানি ও তাঁর বয়ফ্রেন্ড তথা বলিউড অভিনেতা টাইগার শ্রফ সম্প্রতি মালদ্বীপে গেছেন ছুটি কাঁটাতে। সেখান থেকেই ভক্তদের জন্য একে একে হট শ্যুটে ইন্সটাগ্রামে নিজেকে মেলে ধরেছেন দিশা। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code