বদলাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম? 



কেন্দ্র শাসকদল বিজেপি ক্ষমতায় আসার পর একে একে বেশ কয়েকটি নাম বদল হয়েছে। তবে কি এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের পালা? সূত্রের খবর, পরিবর্তন হতে পারে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম। নেতাজি সুভাষ চন্দ্র বোসের নামে হতে পারে ভিক্টোরিয়া মেমোরিয়লের নাম? নাম বদলের ঘোষণা প্রধানমন্ত্রীর মুখেই? সূত্রের খবর, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সঙ্গে যোগ হতে পারে আজাদ হিন্দ ফৌজের নামও। 


নেতাজির ১২৫তম জন্ম বার্ষিকিতে একাধিক উল্লেখযোগ‍্য পদক্ষেপ নিয়েছে কেন্দ্র ও রাজ‍্য। বছরভর কর্মসূচি গ্রহণের জন‍্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে কেন্দ্র। হাওড়া-কালকা মেলের নাম বদল করেছে ভারতীয় রেল। এই ঐতিহাসিক ট্রেনের নতুন নাম নেতাজি এক্সপ্রেস। ১৯৪১ সালে ব্রিটিশদের নজর এড়াতে বিহারের গেমো থেকে কালকা মেল ধরে পালিয়েছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। তাই ২৩ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষ্যে কালকা মেল ট্রেনের নাম বদল করা হল।


তবে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম পরিবর্তন হচ্ছে কি না? হলেও কি হবে? তা নিয়ে সরকারি ভাবে এখনো কোনো কিছু জানা যায়নি। সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে নেতাজিকে নিয়ে জোর রাজনৈতিক চর্চা চলছেই। এদিকে বাংলার মানুষের আবেগকে কাজে লাগিয়েই ভোট যুদ্ধে লড়ার চেষ্টা চালাচ্ছে বিজেপি।