কেন্দ্রীয় সরকারের একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি, Apply Now

Combined Graduate Level CGL Recruitment 2020


স্নাতক যোগ্যতায় কেন্দ্রীয় সরকারের একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল রিক্রুইটমেন্ট ২০২০ -এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্টাফ সিলেকশন কমিশন। ২৯শে ডিসেম্বর ২০২০ তারিখ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। 

আবেদন শুরুর তারিখ- ২৯শে ডিসেম্বর, ২০২০

আবেদন শেষের তারিখ- ৩১শে জানুয়ারী, ২০২১

আবেদন ফি জমা নেওয়ার শেষ তারিখ- ২রা ফেব্রুয়ারী, ২০২১

আবেদন ফি- সাধারন, ওবিসি- ১০০'/-, এসসি, এসটি, পিএইচ- ০০/-, যেকোনো ক্যাটাগরির মহিলা পরীক্ষার্থী কোনও ফি লাগবে না 

Tier I পরীক্ষার তারিখ- ২৯শে মে থেকে ৭ই জুন ২০২১

বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন- 

আবেদন করতে ক্লিক করুন-