পাকিস্তানী জঙ্গির হুমকি প্রাক্তন সেনাকর্মীকে নিরাপত্তার আর্জি পরিবারের
SER-23,বাঁকুড়া,৪ জানুয়ারী
দীর্ঘ পনের বছর দেশসেবার পর কয়েক মাস আগেই অবসর গ্রহণ করেছেন বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটির বিমান সিংহ। কিন্তু তার পরেও নিজেকে বিলিয়ে দিয়েছেন মানবসেবার জন্য। করেছেন অঙ্গদানের সংকল্পও। পাশপাশি যুবকদের নিয়ে গঠিত ইউথ ইন একশন নামে একটি অরাজনৈতিক সংগঠনের জেলা কনভেনার হিসেবে বিভিন্ন জনসেবামূলক কাজ করে চলেছেন তিনি ।
আজ বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটিতে এক সাংবাদিক সন্মেলনের মাধ্যমে সোশাল মিডিয়াতে সায়েদ জিয়া খান নামে এক পাকিস্তানী জঙ্গী সংগঠনের সদস্য তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে জানান । তিনি বলেন, ঘটনার সূত্রপাত ২০১৯ এ। তৎকালীন সেনাপ্রধানের এক টুইট বর্তায় তিনি দেশের পক্ষে একটি কমেন্ট করেন এবং সেই কমেন্টের পরিপেক্ষিতে তাকে প্রাননাশের হুমকি দেন সায়েদ জিয়া খান নামে এক ব্যক্তি ।এবং ওই ব্যক্তি পাকিস্তানী জঙ্গী সংগঠনের এক সদস্য বলে দাবি প্রাক্তন সেনাকর্মী বিমান বাবুর । বর্তমানে তার কাছে দেশের বাইরের থেকে বার বার ফোন আসছে বলে জানান । নিজে আতঙ্কিত না হলেও পরিবারের সদস্যদের জন্য ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ একাধিক প্রশাসনিক দপ্তরে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন ।
দেখুন, সাংবাদিক সন্মেলনে কী বললেন বিমানবাবু, কী বললেন তার পরিবারের সদস্যরা
পাকিস্তানী জঙ্গির হুমকি প্রাক্তন সেনাকর্মীকে নিরাপত্তার আর্জি পরিবারের
Posted by Sangbad Ekalavya on Monday, January 4, 2021
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊