কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে তৃণমূল কংগ্রেসের ট্রাক্টর মিছিল

শচীন পাল, ঝাড়গ্রাম:-আজ গোপীবল্লভপুর ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ট্রাক্টর মিছিল অনুষ্ঠিত হলো। এই মিছিল ছাতিনাশোল থেকে শুরু হয়ে প্রায় ২০ কিলোমিটার পথ অতিক্রমে হাতিবাড়ি পর্যন্ত হয়‌।

আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডক্টর উমা সরেন।উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু। উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর ১ নং ব্লকের সভাপতি হেমন্ত ঘোষ। ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সত্যরঞ্জন বারিক। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য অঞ্চল ও ব্লক নেতৃত্ব।