এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হলেন অমিত পুত্র জয় শাহ 



বিসিসিআই নয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি নিযুক্ত হলেন অমিত পুত্র জয় শাহ । বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমল একথা জানান। এতদিন বিসিসিআইয়ের সচিবের দায়িত্ব সামলেছিলেন তিনি। এবার এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ পদে তিনি। এখন, ২৪টি সদস্য সংস্থার কর্মভার সামলাবেন। 



নতুন পদের জন্য জয় শাহকে অভিনন্দন জানিয়ে অরুণ সিং ধুমল লেখেন, “এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার জন্য আপনাকে শুভেচ্ছা। আমি নিশ্চিত, আপনার নেতৃত্বে এসিসি সাফল্যের শিখরে পৌঁছে যাবে। উপকৃত হবেন ক্রিকেটাররা।”




এর আগে এই পদের দায়িত্ব সামলেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হোসেন। এদিকে বছরের শুরু থেকেই অসুস্থ বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। ‘দাদা’র অনুপস্থিতিতে আইসিসির বোর্ড মিটিংয়েও ভারতের প্রতিনিধি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল তাঁরই। আর এবার সৌরভের অসুস্থতার সময়ই এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ মসনদেও বসলেন জয়ই।