কৃষক আন্দোলনের সমর্থনে ৩০ শে জানুয়ারি থেকে মহারাষ্ট্রের আহমেদনগরে ফের অনশনে বসতে চলেছেন আন্না হাজারে!



কৃষক আন্দোলন সর্বভারতীয় রাজনীতিকে প্রভাবিত করছে। কৃষক সংগঠনগুলি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনড় অবস্থান নিয়েছে। তবে কৃষকদের আইন প্রত্যাহার, ন্যূনতম সহায়ক মূল্য ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি এখনো সরকারের বিবেচনাধীন রয়েছে। 


কৃষক আন্দোলনের অন্যতম নেতা আন্না হাজারে এমতাবস্থায় কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছেন।৮৪ বছর বয়সি এই বিশিষ্ট সমাজকর্মী এবং নেতা ২০১১ সালের রামলীলা ময়দানে সরকারের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। 


তিনি আবারও কৃষক আন্দোলনের প্রেক্ষাপটে আমরণ অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন। ৩০ শে জানুয়ারি থেকে আন্না হাজারে মহারাষ্ট্রের আহমেদনগরে কেন্দ্রের প্রণীত বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আমরণ অনশনে বসতে চলেছেন।


তাঁর বক্তব্য, "নতুন কৃষি আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে ইতিপূর্বে পাঁচবার আলোচনায় বসতে চেয়ে ছিলেন তিনি। তবে কেন্দ্রের তরফ থেকে তার এই প্রস্তাবের কোন উত্তরই দেওয়া হয়নি। ইতিপূর্বে ইউপিএ সরকারের আমলে তিনি যখন আন্দোলনে বসেছিলেন তখন তার সঙ্গে আলোচনা করার উদ্দেশ্যে সংসদে বিশেষ অধিবেশন ডাকে ইউপিএ সরকার।"


কেন্দ্রীয় সরকার কৃষক আন্দোলন নিয়ে আন্না হাজারের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী নয়। অতএব আমরন অনশনের পথেই হাঁটতে চলেছেন তিনি। তার বক্তব্য অনুসারে, জীবনের শেষ অনশন আন্দোলনে বসতে চলেছেন তিনি।