রাস্তার মাঝে পড়ে যাওয়া অসুস্থ এক ব‍্যক্তিকে নিয়ে প্রায় তিন ঘন্টা ধরে চলল টানাপোড়েন



রাস্তার মাঝে পড়ে যাওয়া অসুস্থ এক ব‍্যক্তিকে নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে প্রায় তিন ঘন্টা ধরে চলল টানাপোড়েন। শেষে জলপাইগুড়ি‌র এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য‌দের সহায়তা‌য় ওই ব‍্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিন জলপাইগুড়ি শহরের ১০ নম্বর ওয়ার্ডে‌র আশ্রমপাড়া এলাকায় ঘটেছে এই ঘটনা। স্থানীয় বাসিন্দা‌রা জানান, রাস্তার পাশে পড়ে গিয়েছিলেন ওই ব‍্যক্তি। দীর্ঘ‌ক্ষণ ধরে সেখানে পড়ে থাকা ওই ব‍্যক্তিকে এলাকার বাসিন্দা‌রা মিলে একটি টোটো গাড়িতে তুলে দেন। সঙ্গে মোটরবাইকে আসছিলেন এক যুবক। যদিও মাঝ রাস্তায় এসে রাস্তায় এসে ওই যুবক আচমকাই উধাও হয়ে যায়। ঘটনায় ঘাবড়ে যায় টোটোচালক। 

এদিকে অসুস্থ ওই ব‍্যক্তির অবস্থা আর‌ও খারাপ হতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে এলাকার মানুষ‌দের বিষয়টি জানান টোটোচালক যুবক। বিষয়টি জানতে পেরে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এসে ওই ব‍্যক্তিকে হাসপাতালে ভর্তি করেন। 

স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য‌ পাপ্পু শীল বলেন, অসুস্থ ওই ব‍্যক্তির শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। বর্তমানে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে তার। তবে ওই ব‍্যক্তির নাম পরিচয় জানা যায়‌নি।