জয়ন্ত বর্মন,ধূপগুড়ি :: ধূপগুড়ি শহর সংলগ্ন গীলান্ডি এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ। শুক্রবার সকাল আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কার্যে হাত লাগান।
স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালে একটি মালবাহী কন্টেনার ধূপগুড়ির দিক থেকে গয়েরকাটার দিকে যাচ্ছিল, উল্টো দিক থেকে একটি তেলের ট্যাংকার আসলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। পিছন দিক থেকে আসা দ্রুতগতিতে একটি ডাম্পার সেই কন্টেনারের পিছনে ধাক্কা মারে গুরুতরভাবে যমহা গাড়ির চালকসহ একজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় অপর গাড়িচালকের।
প্রত্যক্ষদর্শীদের মতে ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ ও দমকল বাহিনী। দীর্ঘক্ষণ ধরে চলে উদ্ধার কাজ।এমনকি রীতিমতো গ্যাস কাটার দিয়ে কেটে গাড়ির ভেতরে থাকা ড্রাইভার ও গাড়ির অন্যান্য কর্মীদের বের করা হয়।ট্যাঙ্কার চালকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। বাকিদের উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে গুরুতরভাবে জখম ব্যক্তিদের জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊