পেট্রোল পাম্পের পাশে এক বাড়িতে ভয়াবহ আগুন- আতঙ্কে এলাবাসী 



জলপাইগুড়ি শহরের তিন নম্বর ঘুমটি পেট্রোল পাম্পের পাশে এক বাড়িতে ভয়াবহ আগুন। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। 


আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দু'টি ইঞ্জিন ও কোতোয়ালি থানার পুলিশ পৌঁছায়। পুলিশ জানিয়েছে ওই এলাকায় বাসিন্দা পেশায় আইনজীবী শ্বাশ্বতি করের বাড়ির তিন তলায় আগুন লেগেছিল। 

আগুন খবর পেয়ে ছুটোছুটি লেগে যায় এলাকায়। এদিকে পাশেই পেট্রোল পাম্প থাকায় আরও আতঙ্ক ছড়ায়। 

পুলিশ সূত্রে জানা  গিয়েছে বাড়ির তিন তলার স্টোর রুমে আগুন লেগেছিল। স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে বাড়ির লোকজনদের খবর দেয়। এরপর তড়িঘড়ি দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। ঘটনায় তদন্ত শুরু হয়েছে।