ফের নিজের স্বমহিমায় ফিরলেন রাজ্যের গ্রন্থাগার বিভাগের মন্ত্রী তথা রাজ্য জমিয়তে উলেমায়ে এ-হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী
ফের নিজের স্বমহিমায় ফিরলেন রাজ্যের গ্রন্থাগার বিভাগের মন্ত্রী তথা রাজ্য জমিয়তে উলেমায়ে এ-হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী। বাম জামানায় সিপিএমের বিরুদ্ধে একদা পিডিসিআইকে হাতিয়ার করে ঝলসে উঠেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। দীর্ঘদিন পর ফের শনিবার বর্ধমানের টাউন হলে জমিয়তে উলেমায়ে এ হিন্দের কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবীতে আয়োজিত সভায় জঙ্গী আন্দোলনের দিশা দেখিয়েছেন সিদ্দিকুল্লাহ।
এদিন তিনি জানিয়েছেন, জমিয়তে উলেমায়ে এ হিন্দ ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়াই করেছে। মেদিনীপুরে নন্দীগ্রাম লড়াইও শুরু করেছিল জমিয়তে উলেমায়ে এ হিন্দ। এখন কেন্দ্রের মোদি সরকার গোটা দেশটাকে বেচে দিচ্ছে। কর্পোরেট দুনিয়ার হাতে ভারতবর্ষকে তুলে দেবার চক্রান্ত করছে। এই বিজেপি, আরএসএসের সঙ্গে ভারতবর্ষের স্বাধীনতার কোনো সম্পর্ক নেই। বিজেপি সরকার দেশের কৃষকদের পেটে লাথি মারার জন্যই এই কালা আইন বলবত করেছে। আর তাই এবার সময় এসেছে কেন্দ্রকে বুঝিয়ে দেবার – বলেছেন সিদ্দিকুল্লাহ।
তিনি জানিয়েছেন, যতরকম ভাবে আন্দোলন করা যায় ধাপে ধাপে সেই পথেই পা বাড়াবে দেশ রক্ষার স্বার্থে জমিয়তে উলেমায়ে এ হিন্দ। তিনি জানিয়েছেন, প্রথম ধাপ হিসাবে আগামী ১৩ জানুয়ারী পূর্ব বর্ধমানের গলসী থেকে পারাজের মধ্যে একটি জায়গায় ১২ ঘণ্টা ২নং জাতীয় সড়ক অবরোধ করবেন তাঁরা। এজন্য সমস্ত জমিয়তে উলেমায়ে হিন্দের সদস্যদের নির্দিষ্ট ফর্ম পূরণ করে স্বেচ্ছা ঘোষণা করতে হবে। তবেই তাঁরা এই পথ অবরোধ কর্মসূচীতে অংশ নিতে পারবেন। এর কারণও ব্যাখ্যা করেছেন সিদ্দিকুল্লাহ।
তিনি জানিয়েছেন, তাঁদের এই শান্তিপূর্ণ অবস্থানে যাতে অন্য কোনো দলের কেউ ঢুকে আন্দোলনকে বিপথে পরিচালিত করতে না পারে তার জন্যই এই স্বঘোষণা তথা অঙ্গীকারপত্র করা হয়েছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী জানিয়েছেন, এই আন্দোলনের ম
Posted by Sangbad Ekalavya on Sunday, January 3, 2021
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊