মেজিয়ার জনসভা থেকে পদ্ম শিবিরকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ সাংসদ কল্যাণের



SER-23,বাঁকুড়া,৩ জানুয়ারী

বাঁকুড়ার মেজিয়ায় অনুষ্টিত হল তৃণমূল কংগ্রেসের জনসভা। এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়


এছাড়াও উপস্থিত ছিলেনবাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল সাঁতারা,বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের মেন্টর অরূপ চক্রবর্তী, সালতোড়া বিধানসভার বিধায়ক স্বপন বাউরীসহ দলীয় কর্মীবৃন্দ ।


এদিনের এই জনসভা থেকে পদ্মশিবিরকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । এছাড়াও তিনি নাম করে বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষকে পাগলা দিলীপ এবং খ্যাপা ষাঁড় বলে আক্রমণ করেন । 


পাশাপাশি তিনি নাম না করে শুভেন্দু অধীকারিকে আক্রমণ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ার তলে ছিল বলে মানুষ আজ তাকে চিনেছে,তাকে দেওয়া হয়েছিল তিন তিনটা মন্ত্রিত্ব চেয়ারম্যানের পদ, কী পাইনি সে।শুধুমাত্র তাকে মুখ্যমন্ত্রীর চেয়ারটা দেওয়াটাবাকি ছিল।পাশাপাশি তিনি ব্যাঙ্গাত্মকভাবে শুভেন্দুকে কটাক্ষ করে বলেন, তার লোভ নেই যেন স্বামী বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণ দেব।