Latest News

6/recent/ticker-posts

Ad Code

অজগর উদ্ধার কোচবিহারের বাজেজামা বক্সিগঞ্জে

অজগর উদ্ধার কোচবিহারের বাজেজামা বক্সিগঞ্জে



অ-তে অজগর, অজগরটি আসছে তেড়ে। না অজগর তেড়ে আসেনি- খড়ের পুঞ্জিতে লুকিয়ে ছিলো। আর তা দেখতে লোকের ভিড় উপচে পরে।

ঘটনাটি কোচবিহার জেলার হলদিবাড়ির বাজেজামা বক্সিগঞ্জের। বক্সিগঞ্জের একটি বাড়িতে পূর্ন বয়স্ক এই অজগর সাপ নজরে আসতেই চাঞ্চল্য তৈরি হয়।



স্থানীয় লোকজন মেখলিগঞ্জ রেঞ্জের অন্তর্গগত হলদিবাড়ি বিট অফিসে খবর দিলে, হলদিবাড়ির বিট অফিসার গরুমারা ওয়াইল্ড লাইফ এর সাথে যোগাযোগ করে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান গরুমারা বিট অফিসের ফরেস্ট গার্ড সৌভিক মণ্ডল। সৌভিক বাবুর তৎপরতায় অজগরটি সুস্থ অবস্থায় উদ্ধার হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code