জলপাইগুড়ি প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন



জলপাইগুড়ি প্রেস ক্লাবের সাধারণ বার্ষিক সভা রবিবার বড় ডাকঘর সংলগ্ন প্রেস ক্লাবের নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়। নতুন কমিটিতে সম্পাদক হয়েছেন সভাপতি শান্তনু কর ও পিনাকপ্রিয় ভট্টাচার্য। 

এদিন প্রেস ক্লাবের সদস্যদের উপস্থিতে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে যেসমস্ত সাংবাদিক পরলোক গমন করেছেন তাদের স্মরণে  ক্লাব সদস্যদরা এক মিনিট নিরবতা পালনের পর মূল সভার কাজ পরিচালনা হয়।


বিগত বছরের আয় ব‍্যয় হিসাব আলোচনা হবার পর বিভিন্ন জায়গায় সাংবাদিকদের হেনস্থা হবার নিন্দাও এই সভায় আলোচিত হয়। জলপাইগুড়ি শহর ছাড়াও ময়নাগুড়ি,ধুপগুড়ির, মালবাজার, রাজগঞ্জ সহ জেলার বিভিন্ন জায়গার সাংবাদিকরাও এই সভায় উপস্থিত ছিলেন। 

জলপাইগুড়ি  প্রেসক্লাবের ২০২০-২০২১ সালের কার্যনির্বাহী কমিটিতে কারা রয়েছেন, দেখে নিন-


সভাপতি - পিনাক প্রিয় ভট্টাচার্য্য

সহ সভাপতি রাজা চ্যাটার্জি

সম্পাদক  - শান্তনু কর

সহ সম্পাদক-অভিজিৎ বোস

সহ সম্পাদক- অভিষেক সেনগুপ্ত 

কোষাধ্যক্ষ- বিপ্লব বসাক

হিসাব রক্ষক সন্দীপ পাল

কো অর্ডিনেটর - প্রদীপ সরকার

ইভেন ম্যানেজমেন্ট-প্রদ্যুৎ  দাস/সুজিত দে

এক্সিকিউটিভ মেম্বার-

১) বিদেশ বসু

২) সুবির এস

৩) সুপ্রিয় বসাক

৪) শুভদীপ শর্মা

৫) অনির্বাণ রায়