লোকাল ট্রেন চালু হচ্ছে-অভয় বার্তা সাংসদ ডাক্তার জয়ন্ত রায়ের 



লোকাল ট্রেন চালু হচ্ছে । জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে লক ডাউন থেকে লোকাল ট্রেন চলাচল বন্ধ হবার জন্য এই এলাকার বিভিন্ন ধরনের ছোট বড় ব‍্যবসায়ীদের চরম আর্থিক অনটনের মধ্যে দিয়ে দিন যাপন করতে হচ্ছে।


দীর্ঘ নয় মাস থেকে নিউ  জলপাইগুড়ি থেকে জলপাইগুড়ি, হলদিবাড়ী লোকালট্রেন বন্ধ আছে।যার ফলে বাইরের থেকে কোন যাত্রী এই এলাকায় আসতে পাচ্ছে না।ফলে এই স্টেশন এলাকায় অনেক ক্ষুদ্র থেকে বড় ব‍্যবসায়ীদের মাথায় পড়েছে হাত।

মিষ্টির দোকান থেকে ছোট খাঠো পানের দোকানের ও লোকের জীবিকা চালাতে কষ্ট হচ্ছে।কারণ একেবারেই হচ্ছে না। রিক্সা চালক থেকে টোটো চালকদের ভাড়ার অভাবে অসুবিধার মধ্যেপড়তে হচ্ছে ।তাই তাদের আবেদন যাতে লোকাল ট্রেন চলাচল তাড়াতাড়ি শুরু হয়।

এই বিষয়ে জলপাইগুড়ির  সাংসদ ডাক্তার জয়ন্ত রায় বলেন লোকাল ট্রেন চলাচলের বিষয়ে রেল দপ্তরের সাথে কথা হয়েছে। হয়তো খুব তাড়াতাড়ি খুলে যাবে।