মিছিলে মহিলা নিগ্রহের প্রতিবাদে ও গ্রেপ্তারের দাবিতে থানায় ডেপুটেশন বিজেপির


ময়না,মেদিনীপুর, সুজিত মণ্ডল

বিজেপির মিছিলে মহিলা নিগ্রহের প্রতিবাদে ও গ্রেপ্তারের দাবিতে আজ ময়না থানা তে ডেপুটেশন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।


গত ২৯শে ডিসেম্বর বিজেপির সাইকেল মিছিলে মল্লিক মোড়ে তৃণমূলের কিছু নেতার নেতৃত্বে তৃণমূল আশ্রিত কিছু গুন্ডা ও হার্মাদ বাহিনী আক্রমণ করে সাইকেল ভাংচুর করে ও মহিলার উপর আক্রমণ চালায় বলেই দাবি বিজেপির। ময়না থানার FIR থেকে জানা যায় এই দিন মল্লিক মোড়ে মহসিন খান,শুকুর খান,সেক শাহজাদা,অহিদুল মল্লিক, পিন্টু খান,মেহেমুদ মল্লিক এই ৬ জন ব্যক্তি তৃণমূলের মদতে বিজেপির সাইকেল মিছিলের উপর আক্রমণ করে। কিন্তু ৭২ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও FIR-এ নাম থাকা অভিযুক্তদের গ্রেপ্তার না করায় আজ বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে ময়না থানা ঘেরাও করা হয়।


জেলা মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা নীলিমা রাউল বলেন,মা - মাটি - মানুষের সরকার ।নামটা খুব সুন্দর।কিন্তু যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী সেই রাজ্যে "মা" শব্দের অর্থ হয়ে গেছে ধর্ষিতা,"মাটি" শব্দের অর্থ হয়ে গেছে রক্ত ভেজা লাল ,"মানুষ" শব্দের অর্থ হয়ে গেছে হাহাকার ।এই হাহাকারের সুযোগ নিয়ে মানুষের বুকে ছুরি বসাচ্ছে এই তৃণমূল সরকার।