Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিজেপি-র জলপাইগুড়ি শিক্ষক সেলের নতুন জেলা ও মন্ডল কমিটি গঠন

বিজেপি-র জলপাইগুড়ি শিক্ষক সেলের নতুন জেলা ও মন্ডল কমিটি গঠন



বিজেপি-র জলপাইগুড়ি শিক্ষক সেলের নতুন জেলা ও মন্ডল কমিটি গঠনকে কেন্দ্র করে একটি সভা অনুষ্ঠিত হল রবিবার। 

শহরের পাণ্ডাপাড়ায় শ্রীদয়াল ভবনে আয়োজিত এই  সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায়।


উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি দীপেন প্রামানিক, বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী, মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা সহ বিভিন্ন নেতৃত্ব। 

জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকের ২০০ জন শিক্ষক প্রতিনিধি‌র উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা আহ্বায়ক তনয় দাস বলেন, জলপাইগুড়ি জেলায় বিজেপি শিক্ষক সেলের সদস্য সংখ্যা ক্রমশ‌ই বাড়ছে। বর্তমানে জেলা‌য় এই সংখ্যা ৫০০ জন ছাড়িয়ে গেছে বলে তিনি জানান। বলেন, ২০২১ সালে এই রাজ‍্যে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপির জয়কে নিশ্চিত করার লক্ষ্য নিয়ে‌ই এগিয়ে চলেছে‌ন তারা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code