সংবর্ধিত করা হলো দিনহাটার রত্ন দেবজ্যোতি রায় ও সুমিত বাগচীকে



সন্তোষ কুমার বর্মণ,সংবাদ একলব্যঃ 

আজ 26 শে জানুয়ারি। এই শুভ লগ্নে দিনহাটা বিজেপি আইটি সেল এর পক্ষ থেকে সংবর্ধিত করা হল দিনহাটা রত্ন দেবজ্যোতি  রায় ও সুমিত বাগচীকে । তাদেরা বাড়ীতে গিয়ে এই সংবর্ধনা দেওয়া হয়।

এরা দুজনের একজন  দিনহাটার থানা পাড়া চার নম্বর ওয়ার্ড ও অন্য জন বাইপাস সংলগ্ন তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 



দেবজ্যোতি রায় এবছরে ডাক্তারি পড়ার সুযোগ পেয়ে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছে।অপর জন সুমিত বাগচী 2020 সালে উচ্চ মাধ্যমিকে রাজ্যে দশম স্থান পেয়ে দিনহাটার মুখ উজ্জ্বল করে বিজ্ঞানী হবার স্বপ্ন নিয়ে" ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চ"কল্যাণীতে ভর্তি হয়েছে।

উপস্থিত ছিলেন দিনহাটা  ইন্টেলেকচুয়াল সেলের কনভেনার মাননীয় ধর্মেন্দ্র সিংহ,দিনহাটা শহর মন্ডল বিজেপি সভাপতি মাননীয় অমিত সরকার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।মাননীয় ধর্মেন্দ্র সিংহ বলেন এই দুজন কৃতীকে সংবর্ধিত করতে পেরে আমরা গর্বিত। আগামী দিনে এরা দিনহাটার মুখ আরও উজ্জ্বল করবে।