'কৃষক সুরক্ষা অভিযান' জনসভায় বিজেপির রাজ্য সভাপতি  দিলীপ ঘোষ

ময়নাগুড়িঃ বুধবার ময়নাগুড়ি বিধানসভার ময়নাগুড়ি রোড স্টেশন এলাকায় 'কৃষক সুরক্ষা অভিযান' জনসভা করল বিজেপি । এদিনের কর্মসূচিতে  মুখ্য বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি  দিলীপ ঘোষ । 

কৃষকদের কাছ থেকে দু-’মুঠো করে চালও সংগ্রহ করেন । দিলীপ ঘোষ বলেন, আমরা জাতি-ধর্ম নির্বিশেষে সমস্ত কৃষকের বাড়ি যাচ্ছি। তাঁদের কাছ থেকে মুষ্টি ভিক্ষা হিসেবে দু’মুঠো চাল সংগ্রহ করছি। পাশাপাশি প্রধানমন্ত্রী কৃষকদের স্বার্থে যে কৃষি আইন এনেছেন, সে বিষয়েও বিস্তারিত আলোচনা করছি।’ 

পাশাপাশি তিনি  আরও বলেন, ’আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলিকে নিজের বলে চালাচ্ছেন। সেবিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার কাজ চলছে। এদিনের অভিযানে কৃষকদের কাছ থেকে ভালো সাড়া মিলেছে।’