বিবেকানন্দের জন্মদিনে অসহায়দের পাশে দিনহাটার আদ্যা মা ট্রাস্ট

বিবেকানন্দের জন্মদিনে অসহায়দের পাশে দিনহাটার আদ্যা মা ট্রাস্ট


নিজস্ব প্রতিনিধি, 13 জানুয়ারি: 

"জীবে প্রেম করে যেই জন 

সেই জন সেবিছে ঈশ্বর"

                    

স্বামী বিবেকানন্দের এই বিখ্যাত উক্তিটিকে স্মরণ করে সেই মহান পুরুষ এর জন্মদিনে দুঃস্থ-অসহায়দের পাশে দাঁড়াতে দিনহাটার গোসনিমারীর আদ্যা মা ট্রাস্ট এর সদস্যরা পৌঁছে গিয়েছিলো দলসিংপাড়ার প্রত্যন্ত অঞ্চলে। যেখানে মানুষজনের পানীয় জলের সমস্যা, হয়না দৈনিক খাবারের সংস্থান সেখানে শিক্ষার বিস্তার প্রায় কঠিন। সেখানকার বেশিরভাগ মানুষই শোনেনি স্বামী বিবেকানন্দের নাম। সেখানে প্রায় ৫৩ টি পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর পাশাপাশি তাদের হাতে শীতবস্ত্র সহ সামান্য কিছু খাদ্যদ্রব্য তুলে দেয় তাঁরা।


ট্রাস্টের এক সদস্য জানান,"ওখানকার মানুষেরা যে কতটা কষ্টে দিন যাপন করে তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। জল নেই খাবার নেই, শীত নিবারণের জন্য পর্যাপ্ত পোশাক নেই। বাচ্চা থেকে বয়স্ক সকলে জীর্ণ শীর্ণকায়। আমরা আদ্যা মা ট্রাস্ট এর পক্ষ থেকে চেষ্টা করেছি খুবই সামান্য কিছু জিনিস ওদের হাতে তুলে দেওয়ার । সামান্য কিছু খাবার, শীতবস্ত্র ওদের হাতে আজ আমরা তুলে দিয়েছি। যদিও ওদের প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য, তবুও আমরা যথাসাধ্য চেষ্টা করেছি।"


তাঁদের এই ট্রাস্ট একেবারেই নতুন, তাই ভবিষ্যতে তারা আরও অসহায়দের পাশে দাঁড়াতে চায় বলে জানিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ