স্কুল শিক্ষকদের টিউশন বন্ধ করার চেষ্টায় পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির জেলা সম্মেলন




পশ্চিম বঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির পূর্ব মেদিনীপুরের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় বাজকুল রামকৃষ্ণ বেসিক কলেজে।এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির কার্যকরী সভাপতি অশোক কুমার ভূইঞা,জেলা কমিটির সভাপতি অমল পাত্র, জেলা ,সম্পাদক চন্দন কুমার পাল সহ জেলার বিভিন্ন ব্লক কমিটির সভাপতি,সম্পাদক ও অন্যান্য কার্যকরী নেতৃবৃন্দ রা । পূর্ব মেদিনীপুরের প্রতিটি ব্লক থেকে প্রায় 80 জন সদস্য এই সম্মেলনে যোগদান করেন।




রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী 2021 সালের 10 জানুয়ারির পর থেকে কোনো স্কুল শিক্ষক প্রাইভেট টিউশন করতে পারবে না।এই ঘোষণা যাতে কার্য্যকর করা যায় তার জন্য এই সম্মেলন। 


জেলা সভাপতি অমল পাত্র বলেন যে সব স্কুল শিক্ষকরা এখনো পর্যন্ত প্রাইভেট টিউশন করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।তাদের একটি তালিকা তৈরি করে তাদের নামে DM,DI,NCPCR এর কাছে অভিযোগ করা হবে।এই ব্যাপারে কেন্দ্রীয় কমিটি যে হাইকোর্ট যাওয়ার প্রস্তুতি নিচ্ছি সে কথাও উল্লেখ করেন জেলা সভাপতি অমল পাত্র মহাশয়।পূর্ব মেদিনীপুর জেলা থেকে সুজিত মণ্ডলের রিপোর্ট