ঘন কুয়াশার চাদরে মোড়া সকাল, পারদ নামলো সর্বনিম্নে



শীত নেমেছে। ডিসেম্বর আসলেও ততটা জাঁকিয়ে বসেনি শীতের সকাল। কিন্তু আজ সকাল থেকেই ঠাণ্ডা অনেকটা বেড়েছে। ঘন কুয়াশার চাদরে মোড়া সকাল দেখলো রাজ‍্য। সূর্যের দেখা মেলেনি। যার প্রভাব পড়েছে বিমান চলাচলেও। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বাতাসে আর্দ্রতা বাড়ার জন‍্যই কুয়াশার আস্তরণ। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একি চিত্র ধরে পড়েছে। প্রভাব পড়েছে রেল ও কড লাইনে ট্রেন চলাচলেও। কুয়াশার জেরে ফেরি পরিষেবাও সকালে বন্ধ ছিল বলে খবর। 



আজ শিলিগুড়ির তাপমাত্রা ১৭ °সেন্ট্রিগ্রেডে এদিকে ডিসেম্বরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭°সেন্ট্রিগ্রেডে নামলো কোচবিহারে l আজ সকালে দার্জিলিং ৭°সেন্ট্রিগ্রেড, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ১৭°সেন্ট্রিগ্রেড তাপমাত্রা নামলো l