দ্রব্যমূল্য বৃদ্ধি ওকর্মসংস্থানের দাবিতে স্বারকলিপি প্রদান কংগ্রেসের

অভীক মিত্র


আলু,পিঁয়াজ,ডিজেল, পেট্রোলর দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবিতে বীরভূম জেলার রামপুরহাট মহকুমাশাসককে স্মারকলিপি দিলো কংগ্রেস। বীরভূম জেলা কংগ্রেস সভাপতি তথা হাসান বিধানসভার বিধায়ক মিল্টন রসিদ,রামপুরহাট বিধানসভা যুব কংগ্রেস সভাপতি আঙ্গুর মিঞা,শহর কংগ্রেস সভাপতি সাহাজাদা হসেন (কিনু) সহ কংগ্রেস কর্মী সমথকেরা উপস্থিত ছিলেন। 


এদিকে, দ্রব্যমূল্য বৃদ্ধিসহ পাঁচদফা দাবীতে ময়ূরেশ্বর - ১নং ব্লকে বিডিও অফিসে স্মারকলিপি দিলো কংগ্রেস। বীরভূম জেলা কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি সৈয়দ কাসাফদোদাজা,ময়ূরেশ্বর একনং ব্লক কংগ্রেস কমিটির সভাপতি পার্বতীকুমার চৌধুরী,কার্যকরী সভাপতি এস এম কামারুজ্জামান,চেয়ারম্যান নিতাই মন্ডল সহ কংগ্রেস কমিটি ও অনান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।