আবার বাংলায় স্বরাষ্ট্রমন্ত্রী- দু’দিন ভরা কর্মসূচি
বিধানসভা নির্বাচন (Assembly Election 2021) পাখির চোখ পশ্চিমবঙ্গ। বাংলা দখলে মরিয়া বিজেপি।
এই পরিস্থিতিতে ফের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ দমদম বিমানবন্দরে পৌঁছনোর কথা ছিল তাঁর। তবে, বিমানে বিভ্রাটের ফলে নির্ধারিত সময়ের বেশ খানিকটা পর রাত দেড়টা নাগাদ কলকাতা পৌঁছন তিনি।
আপাতত দু’দিন ভরা কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন- "সুস্বাগতম ! রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নেতাজির পুণ্যভূমিতে পুনরায় স্বাগত আপনাকে। একদা সুজলাং, সুফলং বাংলা আবার ফিরে পাব আমরা, আসবে নতুন ভোর...সেই প্রত্যয় রাখি।"
Reached Kolkata!
— Amit Shah (@AmitShah) December 18, 2020
I bow to this revered land of greats like Gurudev Tagore, Ishwar Chandra Vidyasagar & Syama Prasad Mookerjee.
কলকাতায় পৌঁছালাম।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মত মহামানবের এই পুণ্য ভূমিকে আমি শতকোটি প্রণাম জানাই pic.twitter.com/rEGSjc87Rk
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊