চলতি সফরে চারটি টেস্ট খেলবে ভারত ও অস্ট্রেলিয়া।প্রথম টেস্ট দিন-রাতের। গোলাপি বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ায় প্রথম খেলবে ভারত। এই টেস্টের আগে ভারতের প্রথম একাদশ কেমন হবে, তা নিয়ে ক্রিকেট মহলে জল্পনা চলছিল।
UPDATE🚨: Here’s #TeamIndia’s playing XI for the first Border-Gavaskar Test against Australia starting tomorrow in Adelaide. #AUSvIND pic.twitter.com/WbVRWrhqwi
— BCCI (@BCCI) December 16, 2020
আগামীকাল অ্যাডিলেডে প্রথম টেস্ট। এই টেস্ট শুরুর একদিন আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিল ভারতের টিম ম্যানেজমেন্ট। অনুশীলন ম্যাচে ভালো পারফরম্যান্স করেও অভিষেক হল না শুভমন গিল। নভদীপ সাইনি ও মহম্মদ সিরাজের পরিবর্তে উমেশের অভিজ্ঞতাতেই আস্থা রাখল টিম ম্যানেজমেন্ট।অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং লাইনআপের কথা মাথায় রেখে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৬ ব্যাটসম্যান নিয়েই নামছে।
গাওস্কর-বর্ডার সিরিজের প্রথম টেস্টে ভারতের প্রথম একাদশ- বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক অগ্রবাল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মহম্মদ শামি, জসপ্রিত বুমরাহ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊