রাজ্যস্তরে সম্মানিত অলিপুরদুয়ারের Swapna Society for Dream of Success


সংবাদ একলব্যঃ 


বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের লেখাপড়া ও তাদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার অবদানস্বরূপ রাজ্যস্তরে সম্মানীত হলো ফালাকাটা বিধানসভার অন্তর্গত অলিপুরদুয়ারের "স্বপ্ন সোসাইটি ফর ড্রিম অফ সাকসেস"। ৩ রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবসে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিবন্ধী কমিশনারের দপ্তর থেকে সোসাইটির হাতে এই সম্মান স্বরূপ স্মারক ও আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। কোভিড পরিস্থিতিতে এই অনুষ্ঠান কলকাতায় না হয়ে জেলা প্রশাসনের মাধ্যমে সম্পন্ন হ্যেকগে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজ কল্যাণ আধিকারিক তপন কুমার মন্ডল, ডিসিপিইউ লালকমল চক্রবর্তী এবং জেলা সমাজকল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক প্রদীপ শঙ্কর গৌতম। এছাড়াও উপস্থিত ছিলেন অলিপুরদুয়ার কলেজের অধ্যক্ষ জ্যোতিবিকাশ নাথ এবং বিশিষ্ট সমাজসেবী রতন চৌধুরী।


জেলা সমাজকল্যাণ আধিকারিক তপন কুমার মন্ডল জানিয়েছেন, উত্তরবঙ্গের মধ্যে একমাত্র এই স্বপ্ন সোসাইটিই তাদের কাজের স্বীকৃতিস্বরূপ রাজ্য সরকারের তরফে এই সম্মাননা পেয়েছে।


স্বপ্ন সোসাইটির সম্পাদক তাপস বর্মন জানান, "রাজ্য সরকারের পক্ষ থেকে এই সম্মান পেয়ে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। এই সম্মান ও পুরস্কার শুধু আমাদের নয়, এই সম্মান অনাদের জেলা ও জেলাবাসীর।" সংস্থার তরফ থেকে রাজ্য সরকারকে বিশেষভাবে ধন্যবাদও জ্ঞাপন করেছেন তিনি।


আজকের অনুষ্ঠানে অলিপুরদুয়ার লায়ন্স ক্লাবের পক্ষ থেকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের হারে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেয়।