কয়েকদফা দাবি নিয়ে জেলাশাসকের করণে ডেপুটেশন বঙ্গীয় প্রতিবন্ধী কল‍্যাণ সমিতি




বঙ্গীয় প্রতিবন্ধী কল‍্যাণ সমিতি 'বিশ্ব প্রতিবন্ধী দিবস'-এ প্রতিবন্ধী মানুষদের কল‍্যাণে একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে কোচবিহার জেলাশাসকের করণে ডেপুটেশন দেন। প্রতিবন্ধীদের সমান সুযোগ, সমান অধিকার, সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক পুর্নবাসন সহ একাধিক দাবি তুলে ধরা হয় এই ডেপুটেশনে। তাঁদের কথায়, প্রতিবন্ধীরা বহুদিন যাবৎ অবহেলিত ও বঞ্চিত। তাঁদের দাবি দাওয়া মেনে না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার কথাও তুলে ধরেন। 




দাবি- 


  • প্রতিবন্ধী উন্নয়ন বোর্ড গঠন করতে হবে। 
  • প্রতিবন্ধী পরিচয় পত্র দান স্বচ্ছ ও সুষ্ঠভাবে দিতে হবে। পাশাপাশি, কোচবিহার এম জে এন কলেজ ও হাসপাতালে সাপ্তাহিক মেডিকেল বোর্ড তৈরি করতে হবে এবং মহকুমা স্তরের মেডিকেল বোর্ড চালু করতে হবে। 
  • সমস্ত প্রতিবন্ধীদের অক্ষম/মানবিক ভাতা দানের ব‍্যবস্থা করতে হবে। 
  • ঋন-সহ সরকারী সরকারি বিভিন্ন সহায়তা করার ব‍্যবস্থা করতে হবে। 
  • পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রত‍্যেক প্রকল্পে প্রতিবন্ধীদের ৫% হারে সুযোগ সুবিধা দিতে হবে। আবাস যোজনায় ৫% অগ্রাধিকার দিতে হবে। ১০০দিনের কাজ সহ অন‍্যান‍্য পরিষেবা দিতে হবে। 
  • সাংসদ, বিধায়ক, জেলা উন্নয়ন তহবিল, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে ৫% অর্থ প্রতিবন্ধী উন্নয়নে সংরক্ষনে ব‍্যবস্থা করতে হবে। 
  • অবিলম্বে ডিজিট‍্যাল রেশন কার্ড ধারী প্রতিবন্ধীদের AAY এর আওতায় আনতে হবে এবং বিনামূল‍্যে রেশন দিতে হবে। 
  • কোচবিহারের দুঃস্থ অনাথদের জন‍্য একটি হোম স্থাপন করতে হবে। 
  • বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে। 
  • সাংসদ, বিধায়ক, ত্রি স্তরীয় পঞ্চায়েত প্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে সেমিনারের আয়োজন করতে হবে। 
  • প্রতিবন্ধীদের দুটি স্কুলের অনুমোদিত শূন‍্যপদ পূরণ করতে হবে। 
  • সমস্ত প্রতিবন্ধীদের রেশন কার্ড ও আধার কার্ড প্রদানের ব‍্যবস্থা করতে হবে। 
  • বাড়ির বিদ‍্যুৎ বিল ফ্রি করে দিতে হবে। 
  • কৃত্রিম অঙ্গ সহায়ক যন্ত্রাদি বন্টনের ব‍্যবস্থা করতে হবে।