Latest News

6/recent/ticker-posts

Ad Code

'তোলাবাজ ভাইপো হঠাও': বিজেপিতে যোগ দিয়ে শুভেন্দু



'তোলাবাজ ভাইপো হঠাও': বিজেপিতে যোগ দিয়ে শুভেন্দু



অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে মেদিনীপুরে অমিত শাহের জনসভায় অমিত শাহের হাত ধরেই বিজেপি-তে যোগদান করলেন সদ‍্য প্রাক্তন নেতা শুভেন্দু অধিকারী। এদিন অমিত শাহের পায়ে হাত ছুঁয়ে প্রণাম করে হাতে হাত রেখে বললেন ভারত মাতা কী জয়। 



মেদিনীপুরের সভাতেই বিজেপির নেতা হিসেবে প্রথম ভাষন দিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু বললেন, পৃথিবীর সবথেকে বড় দলের হয়ে বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। এরপর অমিত শাহকে অভিবাদন জানিয়ে বললেন, ‘অমিত শাহ আমার বড় দাদা। মুকুল রায় বলেছেন, আত্মসম্মান থাকলে তৃণমূলে থাকিস না। যাদের জন্য গ্রামে গ্রামে ঘুরেছি, তারা কেউ খোঁজ নেয়নি। কিন্তু করোনা হয়েছিল যখন তখন অমিত শাহ খোঁজ নিয়েছেন।'


এই মঞ্চ থেকেই তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের জবাব কড়াভাবে দিতে গিয়ে তিনি বললেন, 'আমি নিজের মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি? কে আমার মা? আমার জন্মদাত্রী মা গায়ত্রী অধিকারী, অন্য কেউ নয়। মা বলতে হলে ভারতমাতাকে বলব, অন্য কাউকে নয়।'


তিনি আরও বললেন, 'অনেকে আমাকে বিশ্বাসঘাতক বলছে! প্রতিষ্ঠার পর এনডিএ-র শরিক ছিল তৃণমূল । এবারও দ্বিতীয় হবেন মমতা, প্রথম হবে বিজেপিই। এবার বাংলায় বিজেপিরই সরকার হবে। যেখানে বিশ্বাস নেই, সম্মান নেই, সেখানে থাকব না।' সব শেষে  বিজেপির সুরে সুর মিলিয়েই বললেন, 'তোলাবাজ ভাইপো হঠাও'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code