Latest News

6/recent/ticker-posts

Ad Code

'দোকান বাজার খুললেও আমরাও কৃষকদের পাশে আছি'-বনধে্ মিশ্র প্রতিক্রিয়া শহরে

'দোকান বাজার খুললেও আমরাও কৃষকদের পাশে আছি'-বনধে্ মিশ্র প্রতিক্রিয়া শহরে



কৃষি আইন বাতিলের দাবিতে সারা ভারত বাম ও অন্যান্য সহযোগী দলগুলির ডাকা ধর্মঘটে মিশ্র প্রতিক্রিয়া।সাধারন মানুষ ও অন্যান্য রাজনৈতিক দলগুলি এই বিলের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করলেও বনধে তাদের স্বতফূর্ত অংশগ্রহন নেই।



 কৃষ্ণনগর শহরে বনধে্ তেমন কোনো প্রভাব পড়েনি, চলছে সরকারী বাস, টোটো, ছোটো গাড়ি,অফিস, ব্যাঙ্ক খোলা, বেশকিছু দোকান খোলা,বাজার খোলা।  

বেসরকারি বাস, গাড়ি বন্ধ, যারা এই বনধ্ কে সমর্থন করছেন তারা দোকান বন্ধ রেখেছেন। শহরের একাংশের মত 'এই প্যানাডেমিক সময়ে অনেকদিন ব্যবসা বন্ধ ছিলো,অনেকের রুটিরুজিতে টান, শহরে ব্যবসা থেকে খেটে খাওয়া মানুষের পেটে ভাত নেই। আবার কৃষকদের জন্যই আমরা দুবেলা ভাত ও রুটির সংস্থান করি। আমরা দোকান বাজার খুললেও আমরাও কৃষকদের পাশে আছি।' 

শহরে বেশ কিছু ব্যাবসা ও বেসরকারী যানবাহন না চলাচলের জন্য মিশ্রপ্রতিক্রিয়া জনজীবনে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code