২০২১ সাল নিয়ে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করেছেন নস্ট্রাদামুস! 


নস্ট্রাদামুস, ভবিষ্যতবাণীর জন্য সারা বিশ্বে বেশ পরিচিত একজন মানুষ। ফরাসি জ্যোতিষী নস্ট্রাদামুস ১৫৫৫ সালে ৯৪২টি ভবিষ্যতাবাণী করেছিলেন। এই ভবিষ্যতবাণী গুলির একটি বই প্রকাশ করেছিলেন। দাবি করা হয়ে থাকে নস্ট্রাদামুসের করা বেশিরভাগ ভবিষ্যতবাণী সত্য প্রমানিত হয়েছে। তবে নস্ট্রাদামুসের ভবিষ্যবাণীর ভাষা ও তার ইঙ্গিত নিয়ে এখনও বিতর্ক রয়েছে।


এর আগে ২০২০ সালে সারা বিশ্ব মাহামারীর সম্মুখীন হবে নস্ট্রাদামুসের এই ভবিষ্যৎ বাণী মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এবার ফের ২০২১ সাল নিয়ে নস্ট্রাদামুসের ভবিষ্যৎ বাণী ফের ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ২০২১ সাল নাকি ২০২০ এর থেকেও আরও ভয়ঙ্কর। এমনই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।সোশ্যাল মিডিয়ার দাবি, ২০২১ সাল নিয়ে নস্ট্রাদামুসের ভবিষ্যতবাণী ছিল, রাশিয়ার এক জৈব বিজ্ঞানী এমন এক জৈবাস্ত্র তৈরি করবেন যা ধ্বংস করে দেবে গোটা পৃথিবীর মানুষকে। এই খবর ভাইরাল হতেই চিন্তিত সাধারন মানুষ। 



নস্ট্রাদামুস দ্বিতীয় বিশ্বযুদ্ধ, হিটলারের উত্থান, কমউনিজমের পতন, মার্কিন প্রেসিডেন্টের হত্যা, ইস্রায়েল রাষ্ট্রের গঠনের মতো ঘটনার ভবিষ্যতবাণী করেছিলেন।


উল্লেখ্য, বিজ্ঞানী মহলের একাংশের দাবি, ঘন ঘন প্রকৃতিক বিপর্যয়, দুর্ভিক্ষ, মহামারী, ভূমিকম্প হবে পৃথিবী ধ্বংসের আগে। তবে করোনার পরবর্তী সময়ে খাদ্য সংকটের সময় ভুগবে বিশ্ব বলেই মনে করছে বিশেষজ্ঞরা।