রাজবংশী সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরে বাইক র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাজবংশী যুব মঞ্চের 


রাজবংশী সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরে, হলদিয়ার ঝড় তুলে ঐতিহাসিক বাইক রেলির মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান করল রাজবংশী যুব মঞ্চ। সোমবার ময়নাগুড়ির রাজবংশী যুব মঞ্চের তরফে এই অনুষ্ঠান করা হয়। এদিন সানাইয়ের আওয়াজের সঙ্গে সঙ্গে, ময়নাগুড়ির গোটা শহর জুড়ে হলদিয়া ঝড় তুলে ময়নাগুড়ি ফুটবল ময়দানে ঐতিহাসিক বাইক রেলির মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান করে রাজবংশী যুব মঞ্চ ।


এদিন ময়নাগুড়ির ফুটবল ময়দান থেকে বাইক র‍্যালিটি শুরু করে হুসলুডাঙ্গা,জটিলেশ্বর, জল্পেশ হয়ে ময়নাগুড়িতে শেষ হয়। প্রায় ৩০০ থেকে ৪০০ এর মতো বাইক নিয়ে এই রেলিটি করা হয়। এর পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে রাজবংশী সংস্কৃতি থেকে শুরু করে রাজবংশীর যুব সমাজের করণীয় বিভিন্ন দিক ও রাজবংশী সংস্কৃতির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।


ময়নাগুড়ির রাজবংশী যুব মঞ্চের গড়েয়া রঞ্জিত রায় জানান, রাজবংশী যুব সমাজের বিভিন্ন করণীয় থেকে বিভিন্ন বিষয়ে আলোকপাত করতে এই অনুষ্ঠান করা হয়, আমরা রাজবংশী যুবসমাজের পক্ষ থেকে বিভিন্ন সময়ে নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে থাকি। এছাড়াও, করোনা চলাকালীন চাল বিতরণ থেকে শুরু করে, দুঃস্থদের সেবা সহ বিভিন্ন সমাজ সেবামূলক কাজে রাজবংশী যুব মঞ্চ এগিয়ে আসে। এছাড়াও রাজবংশীর সমাজের উন্নয়নের জন্য আমরা বিভিন্ন দাবি দাবা নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা ছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করে থাকি।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজবংশীর যুব মঞ্চের কেন্দ্রীয় কমিটির সদস্য, সহ অন্যান্যরা